ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সিইসি’র বিরুদ্ধে জোনায়েদ সাকির আইনি নোটিশ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনারসহ তিন জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য গণসংহতি আন্দোলনের আবেদন খারিজ হওয়ায় তাদের বিরুদ্ধে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে দলটির নিবন্ধনের আবেদন খারিজ কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়।   

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকির পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ পাঠান।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদেরকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত,এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করে গণসংহতি আন্দোলন। এ বছরের ৮ এপ্রিল নির্বাচন কমিশন থেকে বলা হয়, আবেদনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের দু’টি প্রবিধান পরিষ্কার করা হয়নি, ওই বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়। পরবর্তীতে এ দু’টি প্রবিধানের বিষয়টি ঠিক করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ২২ এপ্রিল নির্বাচন কমিশনে দাখিল করে গণসংহতি। কিন্তু গত ১৯ জুন আইন অনুসারে আবেদন সঠিক হয়নি উল্লেখ করে তা খারিজ করে দেওয়া হয়।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি